সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে আব্দুর রউফের মতবিনিময়

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কলেজের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীরা উষ্ণ অভ্যর্থনা জানান অতিথিকে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগ ছাড়া অগ্রগতি সম্ভব নয়। ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে যেকোনো পরিকল্পনা গ্রহণে শিক্ষক সমাজের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান এবং সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মোঃ আব্দুল আজিজ।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুণ কান্তি সানা, মোঃ বেলাল হোসেন, মোঃ শফিউর রহমান, হারিরা খানম, মোঃ শফিউল আলম, মোঃ আব্দুল জলিল, সৈয়েদা সুলতানা শীলা, মোঃ আরিফ হোসেন, মোঃ ইমরুল হোসেন মিন্টুসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।