বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরনে স্মরনসভা অনুষ্ঠিত।
সাতক্ষীরা সিটি কলেজে অদ্য ২৮/১১/২০২৪ ইং তারিখে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরনে স্মরন সভা ও সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। প্রত্যেকে তাদেঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং নিহত শিক্ষার্থীদের আত্মার মাফফিরাত কামনা ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়।