২০২২ সালের ডিগ্রী ৩য় বর্ষের ফরম পূরণ সংক্রান্ত।

এতদ্দ্বারা ২০১৯-২০২০ সালের নিয়মিত ও ১৮-১৯, ১৭-১৮, ১৬-১৭ শিক্ষাবর্ষের ডিগ্রী পাস কোর্সে অধ্যয়নরত নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়ন শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ডিগ্রী পাস কোর্স ৩য় পরীক্ষার ফরম পূরণ আগামী ০৪/০৭/২০২৪ তারিখে শেষ হবে। নির্ধারিত তারিখের মধ্যে অফিসে যোগাযোগ করে ফরম পূরণ করার জন্য বিশেষভাবে বলা হলো।

ফরম পূরণ ফি –

বোর্ড ফি ও কলেজ বেতন সহ ৩৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)

মানউন্নয়ন ১ বিষয়- ১০০০/- অতিরিক্ত প্রতি পত্র ১০০/- টাকা যোগ হবে।

যাদের ব্যবহারিক বিষয় আছে তাদের পত্র প্রতি ৩০০/- টাকা অতিরিক্ত যোগ হবে।