এতদ্বারা অত্র কলেজের ডিগ্রী ২০২৩ সালের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার নিয়মিত এবং অন্যান্য বর্ষের অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে, তাদের ফরমপূরণ আগামী ১৮/০৮/২০২৫ তারিখে শেষ হবে। নির্ধারিত তারিখের মধ্যে ফরম পূরণের জন্য বলা হলো।
নিম্নে হিসাব দেওয়া হলো –
নিয়মিত পরীক্ষার্থীদের বোর্ড ফি —– ১,৫০০/-
বেতন (১২ মাসের) —————– ১,২০০/-
কেন্দ্র ফি ————————– ৪৫০/-
ইনকোর্স ফি ———————— ৩০০/-
সেসন চার্জ ————————- ৫০০/-
বিবিধ —————————– ১০০/-
সর্বমোট ————————– ৪,০৫০/-
** যাদের ব্যবহারিক বিষয় আছে তাদের পত্র প্রতি ১৫০/- অতিরিক্ত যোগ হবে।
** মান উন্নয়ন ঃ ১ বিষয় ১,০০০/-, অতিরিক্ত প্রতি পত্র ১০০/-