বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র কলেজের ডিগ্রী ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রী ১ম বর্ষের নিয়মিত এবং বিভিন্ন বর্ষের অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে, তাদের ফরমপূরণ আগামী ২২/১১/২০২৩ তারিখ হতে আগামী ২৮/১১/২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে ফরম পূরণের জন্য বলা হলো।
নিম্নে হিসাব দেওয়া হলো –
নিয়মিত পরীক্ষার্থীদের বোর্ড ফি + বেতন – ২৬৫০/-
অনিয়মিত পরীক্ষার্থীদের বোর্ড ফি + বেতন – ২৯৫০/-
** মান উন্নয়নঃ ১ বিষয় ১,১০০/-, অতিরিক্ত প্রতি পত্র ৩০০/-
ফরম পূরণ সম্পাদন পদ্ধতিঃ
কলেজ অফিস হতে রেজিঃ কার্ড সংগ্রহ করে অনলাইন হতে ফরম পূরণ ফর্ম পূরণ করতে হবে।
রকেটের মাধ্যমে শিক্ষার্থীদের ফরম পূরণের নির্ধারিত ফি প্রদান করে জমা রশিদ ও আবেদন ফরম কলেজে জমা দিতে হবে।
রকেটে পেমেন্ট পদ্ধতিঃ
বিলার নাম্বারঃ ৩৩৮৫
বিল নাম্বারঃ শিক্ষার্থীর ডিগ্রী রেজিঃ নম্বর
অথবা সরাসরি কলেজের কম্পিউটার সেকশনে টাকা জমা দিয়ে অনলাইন পেমেন্ট করাতে পারবে।
যোগাযোগঃ ০১৩০৯১১৮৯১২
স্বাক্ষরিত
(ড. মোঃ শিহাবুদ্দীন)
অধ্যক্ষ
সাতক্ষীরা সিটি কলেজ
সাতক্ষীরা।