উচ্চ মাধ্যমিক ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিঃ যাচাই ও উপবৃত্তির ফরম সংগ্রহ সংক্রান্ত।

২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের অনলাইন রেজিঃ কার্যক্রম সম্পাদন করা হয়েছে। তাদের বিষয় বা ছবি সংক্রান্ত ভুলত্রুটি যাচাই বাছাই করা প্রয়োজন। এজন্য শিক্ষার্থীদেরকে আগামী ১৯/১১/২০২৩ তারিখের মধ্যে কলেজ অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো।

 

একই সাথে তাদের উপবৃত্তির ফরম অগ্রিম প্রদান শুরু হয়েছে। কলেজ অফিস থেকে উপবৃত্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ জমা দেওয়ার জন্য বলা হলো।

উপবৃত্তির ফরমের সাথে যা জমা দিতে হবে –

১। শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি

২। শিক্ষার্থীর ছবি

৩। পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৫। বাবা, মা বা অভিভাবকের (শিক্ষার্থীর নামে ব্যতীত) নামে খোলা হিসাব নম্বর (যে কোন মোবাইল ব্যাংকিং হিসাব নং বা ব্যাংক হিসাব নম্বর)

৬। যার নামের হিসাব নম্বর প্রদান করা হবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৭। SSC এর মার্কসীট ফটোকপি।