এতদ্বারা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যশোর বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোন প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহন করা যাবে না। সরাসরি নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র কৃতকার্যরাই মূল ফরম পূরণে অংশগ্রহন করতে পারবে। সে অনুযায়ী আগামী ০১/০২/২০২৪ তারিখ হতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার রুটিন এবং পরীক্ষার ফি জানানো হবে।
শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহনের জন্য বিশেষভাবে বলা হলো।