উচ্চ মাধ্যমিক উপবৃত্তির ফরম সংগ্রহ সংক্রান্ত।

উচ্চ মাধ্যমিক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, উপবৃত্তির আবেদন চলমান আছে। শিক্ষার্থীদের আগামী ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় পূরন করে নিম্নোক্ত কাগজপত্র সহ কলেজ অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি:

১। আবেদন ফরম সঠিক ভাবে সকল কলাম পূরণ করে জমা দিতে হবে।

২। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। (অবশ্যই ডিজিটাল কার্ড হতে হবে)

৩। শিক্ষার্থীর SSC পাশের মূল মার্কসীট ফটোকপি।

৪। পিতা ও মাতার NID কার্ডের ফটোকপি।

৫। শিক্ষার্থীর অভিভাবকের NID কার্ডের ফটোকপি। (পিতা মাতা ব্যতীত অন্য কেউ হলে)

৬। অভিভাককের NID দিয়ে রেজিঃকৃত ফোন নাম্বারে খোলা নগদ হিসাব নম্বর। (কোন ভাবেই শিক্ষার্থীর হিসাব দেওয়া যাবে না এবং অবশ্যই নগদ হিসাব নম্বর হতে হবে)