অনার্স ২৩-২৪ শিক্ষাবর্ষে রিলিজ স্লীপে ভর্তি সংক্রান্ত।
যে সকল শিক্ষার্থী সাতক্ষীরা সিটি কলেজে রিলিজ স্লীপে অনার্স ২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মনোনীত হয়েছে তাদের ভর্তি সংক্রান্ত –
ভর্তির আবেদনঃ ১২/০৬/২০২৪ তারিখ হতে ২৭/০৬/২০২৪ তারিখ পর্যন্ত।
কলেজে জমা প্রদানের সময়সীমাঃ ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
১। অনলাইন থেকে পূরণকৃত ভর্তির আবেদন ফরম।
২। SSC ও HSC মূল মার্কসীট।
৩। একটি প্লাস্টিক ফাইল
৪। পেমেন্ট এর রশিদ
ভর্তি ফিঃ ৫০০০ (পাঁচ হাজার) টাকা।
পেমেন্ট পদ্ধতিঃ
সোনালী বিল পেমেন্ট সিস্টেম লিংক https://sbl.com.bd:7070 —- National University Fee —- Admission fee —– তথ্য পূরণ করে টাকা জমা দিয়ে পেমেন্ট স্লীপ প্রিন্ট করতে হবে।
কোন সমস্যার সম্মুখিন হলে কলেজ থেকেও পেমেন্ট করানো যাবে।