২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি আবেদন শুরু হয়েছে –
আবেদনের সময়সীমাঃ ২২/০১/২৪ তারিখ হতে ১১/০২/২৪ তারিখ পর্যন্ত।
আবেদন ফিঃ ৩৫০/- (মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে) (বিলার কোড – ৩৩৮৫)
আবেদন যোগ্যতাঃ SSC ও HSC উভয় উভয় পরীক্ষার ফলাফল ন্যূনতম GPA ৩.০০ থাকা লাগবে। মানবিক বিভাগে আবেদন করতে SSC ও HSC উভয় উভয় পরীক্ষার ফলাফল ন্যূনতম GPA ৩.০০ সহ সর্বমোট GPA ৬.৩০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শাখায় আবেদনের জন্য SSC ও HSC উভয় উভয় পরীক্ষার ফলাফল ন্যূনতম GPA ৩.০০ সহ সর্বমোট GPA ৭.০০ থাকা লাগবে।
আবেদন করতে যা লাগবেঃ SSC ও HSC মার্কসীট অথবা প্রবেশপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ১ কপি, সচল মোবাইল নং। শিক্ষার্থীকে ১ টি কলেজ ও পছন্দক্রম অনুযায়ী একাধিক বিষয় নিজে পছন্দ করতে হবে।
যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবেঃ SSC ও HSC মার্কসীট ফটোকপি, আবেদনের কপি এবং আবেদন ফি ৩৫০/- এর জমা রশিদ (প্রয়োজনে শিক্ষার্থীরা কলেজের মাধ্যমেও পেমেন্ট করাতে পারবে)
বিষয় সমূহঃ
মানবিক বিভাগ –
বাংলা, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি