অনার্স ভর্তির আবেদন ২১/০১/২০২৫ তারিখ হতে শুরু হয়ে আগামী ২৮/০২/২০২৫ তারিখে শেষ হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করার জন্য বলা হলো।
আবেদন করে ৭০০ টাকা অনলাইনে পেমেন্ট করে রশিদ ও আবেদন ফরম কলেজে জমা দিতে হবে।
বিষয় সমূহঃ
১। হিসাববিজ্ঞান
২। ব্যবস্থাপনা
৩। মার্কেটিং
৪। ফিন্যান্স
৫।সমাজবিজ্ঞান
৬। সমাজকর্ম
৭। রাষ্ট্রবিজ্ঞান
৮। অর্থনীতি
৯। মনোবিজ্ঞান
১০। ভূগোল
১১। গার্হস্থ্য অর্থনীতি
১২। বাংলা
১৩। ইসলাম শিক্ষা
১৪। ইসলামের ইতিহাস
১৫। ইতিহাস
১৬। দর্শন
০১/০৩/২০২৫ তারিখের মধ্যে কনফারমেশন মেসেস না পেলে অবশ্যই কলেজে যোগাযোগ করার জন্য বলা হলো।